ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার অংশ হিসাবে কেন্দ্রীয় লাইব্রেরীকে সেবার দিক দিয়ে ডিজিটাল অটোমেশন করবার চলমান প্রশিক্ষন কর্মশালা রবিবার বিকালে পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। এ সময় উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, কেন্দ্রীয় লাইব্রেরী ডিজিটালাইজেশন ও অটোমেশন কমিটির আহবায়ক ও ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও সাবেক প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, প্রফেসর ড. আহসানুল হক আম্বিয়া, ডিজিটালাইজেশন ও অটোমেশন কমিটির সদস্য-সচিব গ্রন্থাগারিক (ভারঃ) মোঃ আতাউর রহমান ও আই.সি.টি সেলের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে বর্তমানে এক লক্ষ পাঁচ হাজার ছাপান্নটি বই রয়েছে। এছাড়া এম ফিল, পিএইচডি’র থিসিস পেপার, ই-বুক ও ই-জার্নালের সেবা রয়েছে। আগামী জুন মাস নাগাদ লাইব্রেরী পুরোপুরি অটোমেশন হয়ে গেলে বই পড়া, বই নেয়াসহ বিভিন্ন বিষয়ে ই-সেবা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের দৌড় গোড়ায় পৌছে যাবে। চলমান অটোমেশন শীর্ষক প্রশিক্ষন কর্মশালায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মোঃ আক্কাস আলী পাঠান এর নেতৃত্বে কুয়েটের গ্রন্থাগারের ৯ সদস্যের প্রতিনিধিদল পর্যায়ক্রমে প্রশিক্ষন প্রদান করছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে এই প্রশিক্ষন কর্মশালা লাইব্রেরীর ১৮ জন কর্মকর্তা, কর্মচারী সরাসরি প্রশিক্ষন গ্রহন করেন। উল্লেখ্য যে, আগামী জুন নাগাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীকে পুরোপুরি ডিজিটালাইজেশন ও অটোমেশন করবার জন্য গঠিত কমিটি, কমিটির আহবায়ক ও ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও সাবেক প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান এর নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং লাইব্রেরীরর সকল স্তরের কর্মকর্তা ও কমচারীরা বর্তমান প্রশাসনের নির্দেশনায় দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি
ইবি’র কেন্দ্রীয় লাইব্রেরীকে অটোমেশন শীর্ষক প্রশিক্ষন কর্মশালা পরিদর্শন করলেন ভাইস-চ্যান্সেলর
Published on