Tuesday, March 21, 2023
প্রচ্ছদশিক্ষাশিক্ষাঙ্গনইবির আবাসিক হলে পুলিশি তল্লাশি

ইবির আবাসিক হলে পুলিশি তল্লাশি

Published on

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ প্রশাসন।

সোমবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, লালন শাহ্ হল ও সাদ্দাম হোসেন হলে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন যৌথভাবে এ তল্লাশী চালায়।

জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম আজাদ রহমান এ তল্লাশি অভিযান পরিচালনা করেন। এসময় স্ব স্ব হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তল্লাশির সময় হলের প্রত্যেক শিক্ষার্থীর আবাসিকতা পরীক্ষা করা হয়। একইসাথে হলের কোথাও কোন অবৈধ অস্ত্র বা লাঠিসোট আছে কিনা তা তল্লাশি করা হয়। এ সময় হলের বেশ কয়েকটি কক্ষ থেকে রান্না করার হিটার জব্দ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘বিশ^বিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে হলে তল্লাশি চালানো হয়েছে।’

কুষ্টিয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার এম আজাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আহবানে শিক্ষার্থী ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা এ তল্লাশি পরিচালনা করেছি। এতে আমরা অবাঞ্চিত কোনো কিছু পাইনি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান বলেন, ‘গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন হলে তল্লাশি চালিয়েছি। তবে দুই ঘন্টার তল্লাশিতে হল থেকে কোনো অস্ত্র বা বহিরাগত পাওয়া যায়নি।’

প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় এক কর্মীকে মারধরের ঘটনায় গতকাল রোববার মধ্যরাতে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ এবং বিদ্রোহী গ্রুপের মধ্যে ধারওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় তিন রাউন্ড ফাকা গুলি, ৪টি ককটেল বিস্ফোরণ ঘটনায় উভয় গ্রুপের কর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগের কর্মী আহত হন।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। প্রতিষ্ঠানটি ১৪ ক্যাটাগরির একাধিক পদে লোকবল...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাইলিংয়ের সময় ক্রেন ছিড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবনের পাশে পাইলিংয়ের সময় মাথার আঘাত পেয়ে দুর্ঘটনাবশত...

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে...