মোঃ তামজীদুল হক ফাহিম, ইবি প্রতিনিধিঃ- আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) বিকাল ৪.৩০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রসিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা ও ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন।
এছাড়াও রিপোর্টার্স ইউনিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আবু সালেহ শামীম, ব্যাবস্থাপনা সম্পাদক এম এইচ কবীর, দপ্তর সম্পাদক মুর্তজা হাসান নাহিদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রসিদ আসকারী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একটি জাতীয় পরীক্ষা। তাই পূর্বের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে এবার সকল বিষয় সর্বোচ্চ সাবধানতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হবে।
নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, নিরাপত্তার জন্য বিভিন্ন প্রায় ৩০০ শতাধিক নিরাপত্তা কর্মী নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া সাদা পোশাকে র্যাব, এনএসআই, গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত থাকবে।
Discussion about this post