কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রায় পাঁচশত কোটি টাকার মেগাপ্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শনিবার বেলা ১২টার দিকে ক্যাম্পাসে এ মিছিল করে তারা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবনের করিডোরে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইন রুদ্র, রিজভী আহমেদ পাপন, জুয়েল হোসেন তনু, গোলাম মোস্তফা, মিজানুর রহমান লালন, নূর আলম, তন্ময় কুমার সাহা, ফয়সাল সিদ্দিকী আরাফাতসহ কয়েক শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী।
প্রসঙ্গত, গত ২৫ জুন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোট তিনটি পর্যায়ে ৪৯৭ কোটি ৩০৪ লাখ টাকার মেগাপ্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।