কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা-ভেড়ামারা পল্লী বিদ্যুতের ৩৩ কে.ভি টানা তার প্রধান সড়কের পাশে বসবাস কারী মানুষের মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।
জানাগেছে ভেড়ামারা থেকে ৩৩ কে.ভি একটি লাইন প্রাগপুর সাব ষ্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে, লাইনটি বর্তমানে আল্লারদর্গা বাজারের জনবসতি এলাকাদিয়ে নিয়ে যাওয়ায় এলাকাবাসীর মরণ ফাঁদে পরিণত হতে চলেছে। যেকোন সময় ঘটে যেতে পারে স্বপরিবারে মৃত্যুর মত দূর্ঘটনা। ৩৩ কে.ভি’র তার গুলি শিল্প এলাকা আল্লারদর্গা বাজারের জন বহ’ল রাস্তার পাশে বিভিন্ন বিল্ডিং ছোঁবো-ছোঁবো হয়ে যাচ্ছে। ৩৩ হাজার ভোল্ট লাইন যা ৬ ফুট দূরত্ব থেতে মানুষকে আকর্ষণ করে। এ কারণে আতংকিত হচ্ছে এলাকার মানুষ।
বিদ্যুতের খুঁটি গুলি পোতার সময় কোন প্রকার হিসাব ছাড়া অপরিকল্পিত ভাবে পোতা হয়েছে, যা বর্বরতার সামিল। মানুষের কল্যাণে যে বিদ্যুৎ, সে বিদ্যুৎ জীবন মরণ সমস্যার সৃষ্টি করছে। এ ধরনের বর্বর কর্মকান্ডের জন্য মানুষ স্তম্ভিত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা একে অপরের দোষারফ করছে, পল্লী বিদ্যুতের দৌলতপুর শাখা অফিসের ডিজিএম জানান বিষয়টি আমাদের না, জানে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার নাহিদ, তার ফোনে যোগাযোগ করতে গেলে বহুবার চেষ্টা করে তিনি ফোন রিসিট করেননি। এ বিষয়ে ঠিকাদার সেলিম জানান ইঞ্জিনিয়ার যে ভাবে দেখায়েছে, সে ভাবে কাজ চলছে।
সাধারণ মানুষ দিশে হারা হয়ে পড়েছে, এ বিষয়ে কোন প্রকার দূর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষই দায়ী থাকবে। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এরাকাবাসী।