কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শিল্প নগরী আল্লারদর্গায় মানুষ ও যানবহন চলাচলের রাস্তা ও ড্রেনের জমি দখল করে দোকান ঘর ও অবৈধ স্থাপনা নির্মাণ করায় জনদূর্ভোগ চরমে উঠেছে।
জানা গেছে আল্লারদর্গা বাজারের বেশ কিছু স্থানে প্রধান সড়কের জমি ও ড্রেন দখল করে দোকান সহ অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, যার কারণে বর্ষায় রাস্তার পানি নিঃস্কাষণ ব্যাহত হচ্ছে, ফলে রাস্তায় পানি জমে রাস্তা ভেঙ্গে গিয়ে জলাশয়ে পরিণত হয়েছে। অবৈধ স্থাপনা নির্মাণ করায় ও স্থাপনার সামনে উঁচু করে মাটি দিয়ে বেঁধে দেওয়ায়, প্রধান সড়ক সরু হয়ে পানি জমে পথচারী ও যান বহণ চলাচল বন্ধ হতে চলেছে।
ভাঙ্গা রাস্তা মেরামত করলেও পানি নিস্কাষণ না হলে বর্ষায় আবার রাস্তা সমুদ্রে পরিণত হয়ে যায়,প্রতিদিন ভাঙ্গা খাদে খন্দে পড়ে যানবহন ও মানুষ বর্ষায় চরম দূর্ভোগে পড়েছে। এলাকাবাসীর দাবী অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তাকে দখল মুক্ত করা জরুরী হয়ে পড়েছে। বিষয়টি যথাযথ কর্র্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেছে এলাকাবাসী।