আলমডাঙ্গায় চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারার সময় এলাকাবাসী বহিরাগত ৩ কিশোরকে তাড়িয়ে ধরে পুলিশের হাতে সৌপর্দ করেছে। আটক ৩ যুবকের বাড়ি যশোর ও খুলনা এলাকায়।
জানাগেছে, গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনাগামী সাগরদাড়ী ট্রেন আলমডাঙ্গা ষ্টেশনে পৌছানোর পূর্ব মুহুর্তে ৩ কিশোর ট্রেনের কামড়া লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। এ ঘটনা লক্ষ্য করে এলাকার কিছু মানুষ ৩ কিশোরকে তাড়িয়ে ধরে আলমডাঙ্গা রেল ষ্টেশনে বেধে রেখে আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে থানার এএসআই সাইফুল ৩ কিশোরকে থানায় নিয়ে যায়।
আটককৃত কিশোররা হলো খুলনার ফুলবাড়িয়ার আবু সাইদের ছেলে সাহরিয়ার চৌধুরা (১৮), যশোর মোল্লাপাড়ার মৃত আমজাদ শেখের ছেলে হাবিবুর রহমান (২০) ও যশোর অভয় নগরের মৃত আবুল কাশেমের ছেলে তরিকুল ইসলাম (২২)।
আটক ৩ কিশোর জানিয়েছে স্রেফ মজা করতে তারা এই অপকর্ম করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ কিশোর আলমডাঙ্গা থানায় আটক রয়েছে।