চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের রেললাইনের পাশ থেকে পুলিশ ওল্টু মণ্ডল (৩৪) নামের এক ‘মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে।
নিহত ওল্টু আলমডাঙ্গা রেলস্টেশনপাড়ার মহসিন আলীর ছেলে। আজ শনিবার সকাল নয়টার পর পুলিশ লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান বলছেন, এদিন সকালে খবর পেয়ে মাদক ব্যবসায়ী ওল্টু মণ্ডলের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় লাশের মাথায় ও বুকে গুলির ক্ষত ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায় নিজেদের মধ্যে গোলযোগের কারণে প্রতিপক্ষের গুলিতে তিনি মারা গেছেন। নিহত ওল্টুর বিরুদ্ধে আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা থানায় দশটি মামলা রয়েছে।
হত্যাকাণ্ডের ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।