আলমডাঙ্গার মোচাইনগর গ্রামের ইলেক্ট্রিক মিস্ত্রি রাজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রবিবার সন্ধে সাড়ে ৭টার দিকে ৪ জন মুখোশধারি দুর্বৃত্ত পেছন দিক থেকে কুপিয়ে তাকে হত্যা করে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামের সোনা মন্ডলের ছেলে রাজন আলী (২৮) পল্লি বিদ্যূতের ইলেক্ট্রিশিয়ান। আজ ২২ জুলাই সন্ধ্যের দিকে পার্শ্ববর্তি আসমানখালী বাজার থেকে একই গ্রামের ফিরোজ আলীর আলমসাধুতে চড়ে তিনি ও পাশের শালিকা গ্রামের যুবলীগ নেতা নায়ক বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা বাংলালিংক টাওয়ারের নিকটবর্তি স্থানে পৌঁছলে পেছন দিক থেকে কতিপয় দুর্বৃত্ত ধারাল অস্ত্র দিয়ে রাজনকে কুপিয়ে হত্যা করে। আলমসাধুচালক ফিরোজ বলেন, মুখ বাধা ৪ জন মানুষ পেছনের দিক থেকে রাজনের ঘাড়ে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
নিহতের পরিবারসূত্রে জানা গেছে, শালিকা গ্রামের খবির উদ্দীনের ছেলে যুবলীগ নেতা নিহত রাজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তবে কেন এবং কোথায় ডেকে নিয়ে যাচ্ছে তা কেউ জিজ্ঞেস করেনি। অনেকের সন্দেহের তীর যুবলীগ নেতা নায়কের দিকে।
আলমডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, রাজীবের মরদেহ উদ্ধার করে বড় গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে পুলিশ।