চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা উপজেলা কালিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলামের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
আলমডাঙ্গার শহরের হলুদ পট্টতে আজ মঙ্গলবার সকালে একটি ঘর দখলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এতে নুরুল ইসলাম গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানাযায়, আলমডাঙ্গা শহরেরের হলুদ পট্টির একটি ঘর দখল নিয়ে দীর্ঘদিন বিরোধ চলতে ছিল চেয়ারম্যান এবং প্রতিপক্ষ একটি প্রভাবশালীদের সাথে বিরোধ চলে আসছিল। সকালে ওই ঘর দখল নিতে গেলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে চেয়ারম্যান নুরুল ইসলাম আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ঘটনার পর কালিদাসপুর ইউনিয়নে চরম উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।