মেহেরপুর সদর উপজেলার আমঝুপি খোকসা সড়কে পাট বোঝাই একটি আলগামন উল্টে চালক সরুমান আলী আহত হয়েছেন। রবিবার সকালের দিকে আমঝুপি খোকসা সড়কের আমঝুপি উত্তর পাড়াই এ ঘটনা ঘটে।
জানা গেছে, সুরমান আলী পাট বোঝাই করে একটি আলগামন নিয়ে খোকসায় যাওয়ার পথে পথিমধ্যে অপর একটি আলগামনকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় পাট বোঝায় আলগামনটি উল্টে যায়। এতে আলগামন চালক সুরমান আলী আহত হয়।