খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় ব্যাংককে মারা গেছেন (ইল্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ দুপুর দুইটা সাতান্ন মিনিটে তিনি ইন্তেকাল করেছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
গুণী চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা আমজাদ হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে গত ১৮ নভেম্বর তাকে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়।
তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গুরুতর অসুস্থ অভিনয়শিল্পী ও বরেণ্য পরিচালক আমজাদ হোসেনকে গত ২৭শে নভেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
Discussion about this post