গ্রাহকদের অধিকতর সেবা দিতে কুষ্টিয়া শহরের এন.এস.রোডে মেঘনা ব্যাংকের সামনে উদ্বোধন হল গ্রামীনফোন সেন্টার। গতকাল সোমবার এর শুভ উদ্বোধন করেন গ্রামীণফোন খুলনার হেড অফ রিজিওনাল সেলস মোঃ আহসান হাবিব।
উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীনফোন ডিস্ট্রিবিউশন হাউজ এর স্বত্তাধিকারী অজয় সুরেকা, খুলনার হেড অফ রিটেল, মোঃ খোরশেদ, কুুুুষ্টিয়ার এরিয়া ম্যানেজার মোঃ মিনহাজুল আলম, ফ্যানচাইজ স্পেশালিষ্ট মোঃ শামিম আহসান এবং মোঃ মাকসুদ আলম, কুষ্টিয়ার টেরিটোরি ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম, চ্যানেল পার্টানার রাজিব কুমার কুরি, কুষ্টিয়ার সেন্টার ম্যানেজার সজল রহমান সহ গ্রামীনফোন এর সকল পদস্থ কর্মকর্তাবৃন্দ।
গ্রামীণফোন সেন্টারের মূল উদ্দেশ্য হলো বন্ধুত্বপূর্ণ ও আরামদায়ক পরিবেশে সেলস ও সার্ভিসকে একত্র করে গ্রাহক সন্তুষ্টি বাড়ানো। কাস্টমারের নানা জিজ্ঞাসা ও সমস্যার সমাধান দেয়া ও গ্রামীণফোনের সব ধরনের প্রডাক্ট ও সার্ভিস ছাড়াও আকর্ষণীয় মূল্যে গ্রামীনফোন অফারের হ্যান্ডসেটসহ সকল সেবা দেওয়া হবে এই গ্রামীনফোন সেন্টার।