আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)’র আয়োজনে গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ কার্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি ও বিশ্ববন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। আসাফো’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক হাসিবুর রহমান রিজু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আসাফো’র প্রেসিডিয়াম সদস্য আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম ইকবাল হোসেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেব উন নেসা সবুজ, প্রচার সম্পাদক শিউলী রহমান, শহর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বনানী হাসান, যুব মহিলা আওয়ামীলীগের আহবায়ক এম সম্পা মাহামুদ, সদস্য সচিব টপি বিশ্বাস, আসাফো’র কেন্দ্রীয় কমিটির সদস্য শাইলা জেসমিন, শানজিদা আক্তার শান্তা, শ্যামলী ইসলাম, মেরিনা আক্তার মিনা, আসাফো’র কুষ্টিয়া শাখার সাবেক সভাপতি মানি রহমান, আসাফোর ঝিনাইদহ শাখার সাংগঠনিক সম্পাদক শাহ নাহিদ নেওয়াজ, মিরপুর শহর যুবলীগের আহ্বায়ক হাসানুর খান তাপস, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য শরিফুল ইসলাম, বটতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম প্রধান, সত্যখবর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জিল্লুর রহমান, মানবাধিকার নাট্য পরিষদের প্রচার সম্পাদক মনির আহমেদ, নবনাট্য সংঘ কুষ্টিয়ার যুগ্ম আহ্বায়ক অনুপ কুমার প্রামাণিক ও বকুল হোসেন, ইবি’র সহকারী হিসাব পরিচালক রুবিনা আক্তার বীনা, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সুলতানা পারভীন, দর্পন থিয়েটারের সাধারণ সম্পাদক জাফর আহমদ, জিয়ারখী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি নিলুফা ইয়াসমিন চায়না, কৃষকলীগের নার্গিস বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন কুষ্টিয়া জেলা মাদক প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মানবাধিকার নাট্য পরিষদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক এম সোহাগ হাসান। পরে উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হয়।