Saturday, July 27, 2024
প্রচ্ছদকুষ্টিয়ারাজনীতিআওয়ামী সরকার জনগণের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেছে-সোহরাব উদ্দিন

আওয়ামী সরকার জনগণের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেছে-সোহরাব উদ্দিন

Published on

আজ দুপুরে কুষ্টিয়া মজমপুর সদর থানা বিএনপি’র কার্যালয় কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই সরকার মানুষের সকল গনতান্ত্রিক অধিকার হনন করেছে। বর্তমান সরকার কার্যক্রম দেখা মনে হচ্ছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে ৫ জানুয়ারির মত ভোটার বিহীন পাতানো নির্বাচন করতে চাই তারা।

আমরা স্পষ্ট করে বলতে চাই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই হোক আমাদের অঙ্গীকার।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এ‍্যাড: শামীম-উল হাসান অপু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা থেকে ১৯৮০ সালে ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠনের প্রতিষ্ঠা করেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সকল আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করে এবং ভবিষ্যতেও করবে বলে আশা ব্যক্ত করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অতীতের ন‍্যায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতি কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি আব্দুল হাকিম মাসুদ তার বক্তব্যে বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ অতীতের ন্যায় জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল। বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ।

সকাল কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনটি উদযাপনের কর্মসূচি শুরু করেছে বিএনপি’র এ অঙ্গ সংগঠনটি। দলের মূলদলের নেতারাও এসময় উপস্থিত ছিলেন। বিকাল ৪টায় স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভা আয়োজন করা হয়। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অসত্য করেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ।

অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল। বক্তব্য শেষে কেক কেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়া শহর আওয়ামীলীগের আলোচনা সভা

বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গতকাল সকাল ১১টায় কুষ্টিয়া...

কুষ্টিয়ায় পদে থাকলেও মাঠে নেই জাপা

কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি কাগজে কলমে থাকলেও সাংগঠনিক ভাবে নেই কোনো কার্যক্রম। করোনাকালেও কোনো...

কোন্দলে কর্মীদেরও ভুলে গেছে কুষ্টিয়া বিএনপি

কুষ্টিয়ায় কোন্দল আর গ্রুপিংয়ে কর্মীদেরও ভুলে গেছে জেলা বিএনপির নেতারা। করোনাকালীন এই দুর্যোগে অসহায়...