সারা বিশ্বের সকল চলচ্চিত্রের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের আসর অস্কার। এবারের অস্কারের বিদেশি ভাষার প্রতিযোগিতা বিভাগে এবার বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’।
অস্কারের ৯১তম আসরে বাংলাদেশি চলচ্চিত্র মনোনয়ন ঘোষণার জন্য রোববার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ৯১তম অস্কারে বাংলাদেশ কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত সংবাদ সম্মেলন।
‘ডুব’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।
Discussion about this post