জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন গতকাল বিকেলে পৗর ২, ৩ ও ১০ নং ওয়ার্ডের ছয় রাস্তার মোড় থেকে শুরু করে বাধ দিয়ে থানাপাড়া, কুঠিপাড়া, আমলাপাড়া, বড় বাজার ঘোড়ার ঘাট এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগ-এর সময় বিপুল সংখ্যক সাধারণ জনগণের সাথে মতবিনিময়কালে জনগণ বলেন, আমরা এক সাগর রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছিলাম। মুক্তিযুদ্ধের মুল চেতনা ছিল দেশটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রুপান্তরিত হবে। কোন দূর্নীতি থাকবে না, সুশাসন প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রের মুল মন্ত্র হলো যোকোন দেশের যেকোন নাগরিক যে কোন দল করতে পারবে, তার পছন্দ মতো প্রার্থীকে বিনা বাধায় ভোট দিয়ে জনগণের সরতার প্রতিষ্ঠিত করবে। কিন্তু বর্তমান সরকারের আমলে ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচন হয়েছিল সেখানে প্রশাসন এবং ক্ষমতাসীন দলের অগণতান্ত্রিক কার্যকলাপের পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ ভোট দিতে পারেনি। সরকার ইচ্ছে মতো তাদের ফলাফল ঘোষণা করেছে। জনগণ আগামী সংসদ নির্বাচন যাতে নির্বিঘনে, নিরপেক্ষ সরকারের অধীনে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে তার দাবী জানান।
দ্রব্যমুল্যের উর্দ্ধগতি এবং সবকিছুর উপর অধিকহারে নানাভাবে কর বৃদ্ধির কারণে জনজীবনে নাবিশ্বাস উঠেছে। অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, দেশের জনগণ যাতে আগামী সংসদ নির্বাচনে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে সেই জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির নেতাকমীরা জেল, জুলুম উপেক্ষা করে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তবে বিশ্বাস আপনাদের রাখতে হবে যে, কিছু ক্ষমতাসীন শক্তি এর পুর্বেও দমন-নীপিড়নের মাধ্যমে জনগণের দাবী রুখার চেষ্টা করেছিল। কিন্তু ইতিহাসের স্বাক্ষী জনগণের দাবী কোন অপশক্তি রুখতে পারেনি। এসময় তার সাথে ২, ৩ ও ১০ নং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তি