কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিরপুর সার্কেল নূর-ই-আলম সিদ্দিকী অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপ সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।
সারা দেশে মোট ১৫৫ জন কর্মকর্তাকে সহকারি পুলিশ সুপার পদ থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদায় উন্নীত করা হয়েছে। নূর-ই-আলম সিদ্দিকী এএসপি হিসেবে পুলিশ হেড কোয়াটারে যোগদান করেন ১০১২ সালে। টেনিং শেষে ২০১৪ সালে হজরত শাহজালাল বিমানবন্দর ইয়ারপোর্ট পুলিশের এএসপি হিসেবে যোগদান করেন। এরপর তিনি ২০১৬ সালের শেষেরদিকে কুষ্টিয়ায় এএসপি হিসেবে যোগদান করেন। সেখানে তিনি বিশেষ সাফল্য দেখানোয় মিরপুর ও ইবি থানার সার্কেল হিসেবে পদোন্নতি পেয়ে যোগদান করেন। দীর্ঘদিন মিরপুর ও ইবি থানার সার্কেল এসপি’র দায়িত্ব পালনের পর গতকাল ১৮ জানুয়ারী অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ শেষের দিকে কুষ্টিয়াতে যোগদান করার পর মাদকের একটি বড় চালান ধরতে সক্ষম হন। এছাড়াও নূর-ই-আলম সিদ্দিকী কুষ্টিয়াতে কর্মরত অবস্থায় বিভিন্ন সময় সফল অপারেশনে ২৮টি ডাকাত আটক করতে সক্ষম হয়। তিনি বিভিন্ন এলাকায় মাদক ও ইফটিজিং’র বিষয়ে জনসচেতনামূলক কাজ করে চলেছেন।